আপনি কি মোবাইল অ্যাপ ডেভেলপার হতে চান? কেমন হতো যদি আপনি নিজেই একি সাথে android এবং iOS অ্যাপ বানাতে পারতেন? অসাধারণ একটা ব্যাপার, তাই না? 

আপনি আমাদের এই কোর্সে ঠিক সেটিই শিখবেন ইনশাআল্লাহ। আমরা বর্তমানের অন্যতম ডিম্যান্ডিং টেকনোলজি React Native এর মাধ্যমে এই কোর্সে ক্রস প্লাটফর্ম অ্যাপ বানানোর স্কিল রপ্ত করবো ইনশাআল্লাহ।

কোর্স কন্টেন্ট

৩ টি রিয়েল লাইফ প্রোজেক্ট

২৪ টি লাইভ ক্লাস
৪৮+ ঘণ্টা

একটিভ সাপোর্ট এবং কমিউনিটি

মডিউল ১ - Setting up goals and targets

আমরা প্রথম মডিউলে নিজেদের লক্ষ্য ঠিক করে নিতে চাই। কেন আমরা React Native শিখবো? কিভাবে শিখবো? React Native আসলে কি? কেন এটি এত জনপ্রিয় সারা বিশ্বজুড়ে? জব মার্কেটে এর চাহিদা কেমন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা একসাথে বুঝবো যাতে আমরা আগে থেকেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার থাকি।

মডিউল ২ - Environment Setup

এই মডিউলে আমাদের টার্গেট হবে সবাই সবার মেশিনে React Native অ্যাপ রান করানো। React Native অ্যাপ ডেভেলপ করতে বাকি যেসব টুলসগুলো দরকার হয় সেগুলো আমরা একসাথে সেটআপ দিব ইনশাল্লাহ। VSCODE, VSCODE Extensions, Expo, Node, Npm/Yarn, আমাদের নিজস্ব ডিভাসের সাথে কানেকশন ইত্যাদি।

মডিউল ৩ - Javascript for React Native

React Native এ কোড করার ল্যাঙ্গুয়েজ হচ্ছে Javascript। এই মডিউলে আমাদের টার্গেট হবে React Native এ কাজ করার জন্যে Javascript এর যেসমস্ত টপিক এবং কনসেপ্টগুলো দরকার সেগুলো আয়ত্তে আনা।

মডিউল৪ - React for React Native

React Native মূলত দাড়িয়ে আছে React এর উপর। এই মডিউলে আমাদের টার্গেট হবে React এর ফান্ডামেন্টাল টপিক এবং কনসেপ্টগুলো ভালমতো বুঝে নেয়া। Components, Hooks, Props, State, Reusability ইত্যাদি।

মডিউল৫ - React Native Fundamental

এই মডিউলে আমাদের টার্গেট হবে React Native এর ফান্ডামেন্টাল টপিক এবং কনসেপ্টগুলো একসাথে বুঝা। React Native এর কোর কম্পোনেন্টগুলো নিয়ে ঘাটাঘাটি করা। View, Text, Image, Button, ScrollView, StyleSheet, TextInput, FlatList ইত্যাদি।

মডিউল ৬ - Layout and Responsive Design

এই মডিউলে আমরা শিখবো কিভাবে সুন্দর ডিজাইন বানানো যায় React Native এ। Layout বানানো প্লাস Layout টাকে কিভাবে রেস্পন্সিভ করা যায় আমরা তা শিখবো।প্রফেসনাল ডিজাইনকে কিভাবে কোড দিয়ে কনভার্ট করতে হয় তা দেখবো।

মডিউল ৭ - First App

আমরা এই মডিউলে ফার্স্ট অ্যাপ বানাবো ইনশাল্লাহ। এই অ্যাপে আমাদের ফোকাস থাকবে ডিজাইন এবং কোড স্ট্রাকচারের দিকে। আমরা এই অ্যাপে FlatList নিয়ে ভালো করা কাজ করা শিখবো ইনশাআলাহ। আমরা প্রফেসনাল লেভেলে যেভাবে figma ফাইল থেকে ডিজাইনকে অ্যাপে কনভার্ট করে আমরা ঠিক সেটাই দেখবো ইনশাল্লাহ।

মডিউল ৮ - Navigation

এই মডিউলে আমরা খুবি ইম্পরট্যান্ট টপিক navigation নিয়ে আলোচনা করবো। Stack Navigation, Drawer Navigation, Tab Navigation নিয়ে কিভাবে কাজ করতে হয় তা আমরা এই মডিউলে দেখবো ইনশাল্লাহ।

মডিউল ৯ - Second App

এই মডিউলে আমরা React Native দিয়ে ফুলস্ট্যাক অ্যাপ বানানো শিখবো ইনশাল্লাহ। Cloud service অথবা Backend as a service framework ব্যবহারের মাধ্যমে আমরা একটা পুরপুরি ফাংশনাল অ্যাপ বানাবো ইনশাল্লাহ। Authentication, Session, CRUD অপারেশন, File Upload এরকম ইম্পরট্যান্ট টপিকগুলো আমরা এই অ্যাপে কাভার করবো ইনশাল্লাহ।

মডিউল ১০ - Local Storage

এই মডিউলে আমরা React Native এ local storage নিয়ে কাজ করা শিখবো। AsyncStorage, MMKV, React Native Sqlite এই ডাটাবেসগুলো আমরা শিখবো ইনশাল্লাহ।

মডিউল ১১ - React Native Maps and User Location

আমরা এই মডিউলে কিভাবে React Native এ ম্যাপ নিয়ে কাজ করতে হয়, ম্যাপের বিভিন্ন ইম্পরট্যান্ট ফাংশনালিটি, কিভাবে লোকেশন বের করা লাগে ইত্যাদি টপিকগুলো দেখবো ইনশাল্লাহ।

মডিউল ১২ - Notification

এই মডিউলে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের অন্যতম ইম্পরট্যান্ট টপিক Notification নিয়ে কাজ করবো। কিভাবে Notification সেটআপ করা যায়, কিভাবে Notification কে শিডিউল করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করবো।

মডিউল ১৩ - Global State Management with Redux

এই মডিউলে আমরা গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিগুলোরে মধ্যে সবথেকে পপুলার লাইব্রেরি Redux নিয়ে আলোচনা করবো। আমরা Redux এর মেইন কনসেপ্টগুলো ভালমতো বুঝার চেস্টা করবো।

মডিউল ১৪ - Final App

এই মডিউলে আমরা একটি অ্যাপ শুন্য থেকে একেবারে কমপ্লিট করবো। এই অ্যাপে আমাদের টার্গেট হবে ইন্ডাস্ট্রি লেভেলে আমরা যেভাবে কাজ করি ঠিক সেভাবে করে অ্যাপটি বানানো। যাতে কোর্স শেষে আপনাদের ইন্ডাস্ট্রিতে ঢুকার এনাফ কনফিডেন্স থাকে। এই অ্যাপে আমরা পুরোপুরি সুন্দর ডিজাইনের একটি ফাংশনাল অ্যাপ বানাবো ইনশাল্লাহ। আমাদের ফোকাস থাকবে REST API, Design System, Global State Management, Authentication, Session ইত্যাদি অনেক ইম্পরট্যান্ট টপিক নিয়ে।

মডিউল ১৫ - React Native Animation

Animation একটি এডভান্সড টপিক হলেও আমরা চেষ্টা করবো এই মডিউলে Animation এ হাতে খড়ি দেয়া ইনশাল্লাহ। Layout Animation, Animated API, Reanimated API এগুলো আমরা টাচ দেয়ার ট্রাই করবো ইনশাল্লাহ।

মডিউল ১৬ - App Publish

এই মডিউলে আমরা আলোচনা করবো কিভাবে আমরা আমাদের অ্যাপ Playstore অথবা Appstore এ পাবলিশ করতে পারি। এটা পুরোপুরি হাতে কলমে দেখানো সম্ভব না হলেও আমরা এটা নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যারে পরবর্তীতে আপনারা নিজেরই অ্যাপ রিলেজ করতে পারেন ইনশাল্লাহ।

কোর্স পাথওয়ে

এই কোর্সে আপনি ২ ভাবে রেজিস্ট্রেসন করতে পারবেন।

কমপ্লিট কোর্স

আপনারা যারা একেবারে জিরো থেকে শুরু করতে চান তাদের জন্যে এই pathway। ফুল কোর্সে আপনাদের একেবারে Javascript, React থেকে শুরু করা হবে। এই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট হবে টোটাল ১০,০০০ টাকা।

ইনটারমেডিয়েট জার্নি

আপনারা যারা React Native নিয়ে অলরেডি আগে কাজ করেছেন এবং আবার শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন না তাদের জন্যে এই pathway। এই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট হবে টোটাল ৮,০০০ টাকা।

কোর্স টাইমলাইন

January - February
1 month
Course Registration Period

কোর্সে রেজিস্ট্রেশন করার সময়। পেমেন্ট এবং অন্যান্য সেটআপ।

February - March
1 month
Module 1 - Module 6

যারা একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করতে চায়। যাদের আগে থেকে React Native নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই।

March - April
2 months
Module 7 - Module 15

যারা React Native নিয়ে অলরেডি আগে কাজ করেছেন এবং আবার শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন না তাদের জন্যে।

ক্লাস সময়সূচী

প্রতি সপ্তাহে ২ দিন ক্লাস। ক্লাস সময়সূচী এখন ফিক্সড না। কোর্সের সব স্টুডেন্টদের সাথে আলোচনা সাপেক্ষে পরিবর্তন হতে পারে।

টাইমটেবিল

শনিবার - রাত ৯:৩০ থেকে ১১:০০

বুধবার - রাত ৯:৩০ থেকে ১১:০০

কোর্সে এনরোল করার পদ্ধতি

Step 1
Payment
পেমেন্ট পরিশোধ

প্রথমে সিদ্ধান্ত নিন আপনি কোন পাথওয়ে নিতে চান। সেটার উপর নির্ভর করে আপনি পেমেন্ট পরিশোধ করুন। ব্যাঙ্কের বিস্তারিতঃ

১। ব্যাঙ্ক নামঃ ইসলামি ব্যাঙ্ক।

২। ব্রাঞ্চঃ ধানমণ্ডি

৩। একাউন্ট নাম্বারঃ ২০৫০২০৫০২০৪৩৮৬৩০০

৪। এমাউন্টঃ ১০,০০০ টাকা (ফুল কোর্স), ৮,০০০ টাকা (ইন্টারমেডিয়েট জার্নি)

৫। একাউন্ট হোল্ডার নামঃ Saad Bin Bashar

৬। Routing Number: 125261182

Step 2
Registration
ফর্ম ফিলাপ

পেমেন্ট পরিশোধ শেষ হয়ে গেলে আপনারা এই লিঙ্কে যেয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এটার মাধ্যমেই আপনারা কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ।

Step 3
Confirmation and Setup
কনফার্মেশন

প্রথম ২ ধাপ সম্পন্ন হয়ে গেলে ইনশাল্লাহ আমিই আপনাদের সাথে যোগাযোগ করবো। আপনাদেরকে কোর্সে ঢুকার আগে আমার কয়েকটি সেটআপ কমপ্লিট করা লাগবে। আপনাদেরকে আমাদের Chat Workspace এ ঢুকানো, Google Classroom এরকম কিছু এক্সেস দেয়া হবে ইনশাল্লাহ।

আমার কোর্স নিয়ে স্টুডেন্টদের কিছু ফিডব্যাক

F. M. Asif Uz Zaman স্টুডেন্ট, ডেভস্কিল

ডেভস্কিলের সাথে এটি আমার প্রথম কোর্স। যতটা এক্সপেকটেশন ছিলো, কোর্সটা করে তার চেয়েও বেশি উপকৃত হয়েছি। এই কোর্সের ট্রেইনারা "সাদ" ভাই খুবই আন্তরিক। ভাই খুব সুন্দরভাবে প্রতিটা টপিক বুঝিয়েছেন। কোর্সটি করার পরে রিয়েল ওয়ার্ল্ড এ কাজ করার মত যোগ্যতা অর্জন করা সম্ভব। সবশেষে ডেভস্কিল এবং সাদ ভাইকে ধন্যবাদ এরকম একটি কোর্স আমাদের উপহার দেয়ার জন্য।

Rozin Hasan স্টুডেন্ট, ডেভস্কিল

কোর্সের শুরুর দিকে আমি কোর্সের আউটলাইন দেখে ভেবেছিলাম এতকিছু মাত্র ১৬ টি ক্লাসে শেখানো অসম্ভব। কিন্তু কোর্স করার পর ভাইয়া আমাদের একদম ইন্টারমিডিয়েট পর্যায়ে নিয়ে গিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যে পাওয়া ছিল, সেটা হল যেকোনো বড় প্রোজেক্ট এখন সামনে আসলেও সাহস নিয়ে সেটা হাতে নিতে পারব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার আন্তরিক সহযোগিতার জন্য

Arif Parvez স্টুডেন্ট, ডেভস্কিল

This course is well designed and organized. The course curriculum and outlines are very useful to learn react-native for any beginner. The best part of the course is the course instructor. He is professionally skilled and very dedicated to that course. I wish this course will help lots of students to learn react-native in the future.

Arif Shariar স্টুডেন্ট, ডেভস্কিল

Saad Vai is one of the best instructor . He made every hard topic easier to us. He always asked about our situation. He always tried to help us in critical situation. We enjoyed this course very much

Abdulla Al Roman স্টুডেন্ট, ডেভস্কিল

আসসালামু আলাইকুম। আমি এই কোর্স এর একজন ছাত্র। এই কোর্স এর শিক্ষক "সাদ" ভাই, এক কথায় অসাধারণ তার বুঝানোর এক্সপেরিএঞ্চ। এই কোর্স টা একটা বিগিলার লেভেলের কোর্স হলেও তিনি আমাদের intermediate level পর্যন্ত কভার করেছেন। সুতরাং React Native Mobile App Development (beginner to intermediate) শেখার জন্য এই কোর্স এক কথাই অসাধারণ। 100/100.

কোর্স শেষ করার পর আপনি কি আশা করতে পারেন?​

আপনি React Native এ যেকোনো একটা প্রোজেক্টকে একদম শুরু থেকে মার্কেট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সাহস পাবেন ইনশাআল্লাহ

আপনার পোর্টফলিওতে মিনিমাম ৩টি কমপ্লিট প্রোজেক্ট অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ

ইন্ডাস্ট্রি পর্যায়ের আমরা ডেভেলপাররা যেভাবে কোড করি, যেভাবে চিন্তা করি আপনদেরকেও ঠিক একি প্রসেস শিখানো হবে ইনশাআল্লাহ।

React Native এ আপনাদের স্কিল ইনশাল্লাহ ইন্তারমেডিয়েট লেভেল পর্যন্ত শিখানো হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সব ইম্পরট্যান্ট টপিকগুলোকেই ভালো করে কাভার করবো।

ইনশাল্লাহ কোর্সের মাধ্যমে আমরা সবাই মিলে একটি চমৎকার একটিভ React Native কমিউনিটি বানাতে সক্ষম হব। যেটার মাধ্যমে আমাদের জব এবং নলেজ শেয়ারের একটা একটভ হাব তৈরি হবে।

আমার সম্পর্কে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি সাদ বিন বাশার। এই কোর্সের ইন্সট্রাক্টর। আমি লাস্ট ৫ বছর ধরে মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করছি। আমার মেইন টেকস্ট্যাক হচ্ছে React Native. 

প্রফেসনাল জবের পাশাপাশি আমি আমার ক্ষুদ্র নলেজ শেয়ার করতে অনেক ভালবাসি। আরও ভালো লাগে যখন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কারও জীবনে আল্লাহর সাহায্যে কোন উপকার হয়। আমি React Native নিয়ে ট্রেইনিং দিচ্ছি লাস্ট ৩-৪ বছর ধরেই। ইতিমধ্যে আমি ডেভস্কিল এবং প্রোগ্রামিং হিরোর হয়ে একাধিক ব্যাচে ট্রেইনিং দিয়েছি আলহামদুলিল্লাহ।

আমার সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে আমার linkedIn এবং medium প্রোফাইল ঘুরে আসতে পারেন।

FAQ

না। আমরা মোবাইল অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি এই কোর্সে সুতরাং একেবারে নতুনদের জন্যে এই কোর্সটি না।

জী ইনশাআল্লাহ। আমি সাজেস্ট করবো আপনাকে ফুল কোর্স করতে। একেবারে মডিউল ১ থেকে। কারণ আমরা প্রথমদিকে Javascript এবং React কাভার করবো ইনশাল্লাহ।

জী পারবেন। আপনি ম্যাক্সিমাম ২ বারে পুরো টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ।

হবে তবে সেটা হবে শর্তসাপেক্ষে। আপনাকে সবগুলো ক্লাসে উপস্থিত থাকা লাগবে। বিশেষ কারণ গ্রহণযোগ্য ইনশাল্লাহ।

না আমার এই কোর্স জবের জন্যে কোন গ্যারান্টি কিছু নয়।কিন্তু আমি বিশ্বাস করি আমার কোর্স শেষে, আপনি যদি ভালো করে কোর্সটি করেন তাহলে আপনি জবের জন্যে প্রস্তুত ইনশাল্লাহ। আমার আগের কোর্স থেকে অনেকেই আলহামদুলিল্লাহ কোর্স শেষে জবে ঢুকে গিয়েছে।

এই কোর্সে আপনাকে মূলত নিচের কাজগুলো সুন্দর করে সম্পন্ন করতে হবে

  • ক্লাস মিস না দেয়া।ক্লাসে একটিভ পার্টিসেপেসন।
  • এসাইনমেন্ট, মিডটার্ম এক্সাম, ফাইনাল প্রোজেক্ট এগুলো সঠিক সময়ে সাবমিট করা।

এটার নির্দিষ্ট কোন সংখ্যা নেই। কিন্তু আমি মনে করি প্রতিদিন ১ ঘণ্টা ব্যয় করলেই এনাফ ইনশাল্লাহ।

আমি প্রেফার করবো যদি আপনারা আমাকে ইমেইল করেন। আমার ইমেইল এড্রেস sbashar27@gmail.com

Accordion Content