Expo কি?
Expo হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেটা আপনাকে Universal React অ্যাপ তৈরি, বিল্ড, ডিপ্লয় এবং খুব দ্রুত পুনরাবৃত্তি করতে সহায়তা করে। এটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড টুলসেট প্রভাইড করে যার জন্যে আপনার React Native অ্যাপ বানানো আরও সহজ হয়ে যায়। যেহেতু React Native অ্যাপ বানাতে Expo লাগে না কিন্তু এটি ডেভলপারদের অনেক ভাবে হেল্প করে। কয়েকটি Expo টুলিং এর সাথে পরিচিতি হই।
১। Expo Go – এটি হচ্ছে একটি Expo ক্লাইন্ট অ্যাপ যেটি আপনি আপনার ফোনে ডাউনলড করে আপনার অ্যাপ ডেভেলপ করতে পারবেন। মানে আপনি যা কোড করছেন সেটি আপনি এই ক্লাইন্ট অ্যাপে রান করে দেখতে পারবেন ইনস্ট্যান্ট।
২। Expo CLI – এটি হচ্ছে Expo কমান্ড লাইন ইন্টারফেস। এই CLI এত সাহায্যে আপনি আপনার অ্যাপ ক্রিয়েট করতে, ম্যানেজ করতে এবং ডেভেলপ করতে পারবেন।
৩। Expo SDK – এটা হচ্ছে সেট অফ প্যাকেজ, যার মাধ্যমে আপনি নেটিভ API তে এক্সেস পাবেন যেমন Camera
or Notifications
.
৪। Expo Snack – এটা হচ্ছে একটি ওয়েব বেইসড প্লেগ্রাউন্ড যেখানে আপনি আপনার React Native স্নিপেট লিখে ব্রাউসারে ডাইরেক্ট রান করতে পারবেন।
References – CodeAcademy