Full-Stack React Native for Freelance

আমরা ডেভেলপাররা যখন android and iOS উভয় প্লাটফর্মে অ্যাপ বানাতে পারি এবং নিজস্ব কিছু কাজের একটা পোর্টফলিও থাকে তখন স্বাভাবিক ভাবেই কিন্তু অনেক ফ্রিলেন্সিং/পার্টটাইম  সুযোগ চলে আসে। এই পোস্টে আমরা যারা এরকম কাজ করতে চাই তাদের জন্যে কিছুটা দিকনির্দেশনা। Photo by Fotis Fotopoulos on Unsplash ফ্রিলেন্সিং প্রজেক্টগুলোর একটি বড় সমস্যা হল বেশিরভাগ ক্লায়েন্ট আসলে পুরো সফটওয়্যারটি কেমনে বানানো হবে তার আইডিয়া নেই। তারা ভাবে যে, একজন ডেভেলপার যে অ্যাপ বানায় সেই সব কাজ করবে। কিন্তু এরমধ্যে যে Backend, UI/UX, Database, Front-End, Hosting, Publishing আরও কত যে কি আছে তার শেষ নেই। যখন একটি কোম্পানিতে কিংবা টিমে কাজ করবেন তখন এগুলো…