Expo নাকি React Native CLI?
React Native vs Expo আমরা যখন React Native প্রথম প্রথম শুরু করতে যাই, তখন সবাই এটা নিয়ে কনফিউসনে পরে যাই। আমরা কি Expo দিয়ে আমাদের অ্যাপ বানাবো নাকি React Native CLI দিয়ে। ২ টারি কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আজ আমার এই পোস্টে এটি নিয়ে একটু আইডিয়া দেয়ার ট্রাই করবো। Expo কি? Expo কে বলা যায় একটি থার্ড পার্টি রেপার (wrapper), যেটার মাধ্যমে আমরা খুব সহজেই React Native দিয়ে আমাদের অ্যাপ বানানো শুরু করতে পারি। এটার সুবিধা কি? ১। Expo আমাদেরকে আউটঅফডাবক্স অনেক সেটআপ দিয়ে থাকে যার জন্যে আমরা খুব সহজেই অ্যাপ বানানো শুরু করে দিতে পারি কোন রকম ঝক্কিঝামেলা…